আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে মনোহরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

Share the post
মো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য জনাব জহিরুল হক জুয়েল। সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজাম্মেল হক।
দিনব্যাপী এ আয়োজনে ছিল—পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত, অতিথিদের সংবর্ধনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি। বক্তারা বলেন, যুবসমাজই দেশের শক্তি ও ভবিষ্যৎ। তারা আরও বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসের সঙ্গে ভূমিকা রাখছে।
শেষে দেশ ও দলের উন্নতি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মনোহরদী উপজেলা যুবদলের সদস্য কাদির কিবরিয়া রূপক মোড়ল, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেক, ভিপি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা সাম্মির রহমান টিপু, নরসিংদী জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ. কে. এম. বাসেত মোল্লা ভুট্টু, এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে পৃথক দু’টি চ্যাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত দুই আসামী গ্রেপ্তার 

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর রায়পুরা ও শিবপুরে চ্যাঞ্চল্যকর আলাদা দুটি নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামীদের গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই ভাই […]

হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে- রিজভী 

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী :-শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভিন্ন দেশে গিয়েও সে বসে নেই, নানামুখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৯শে অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন […]