আরকান আর্মি তিন সদস‍্য বান্দরবানে অনুপ্রবেশে সময় সেনাবাহিনীর হাতে আটক।

Share the post

উচহ্লা মারমা,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের তিন আরকান আর্মি তথা এএ সদস‍্য সেনাবাহিনী হাতে আটক হয়েছে। এরা কক্সবাজার হতে এসে বান্দরবানে অনুপ্রবেশে সময় রেইচা সেনা চেক পোস্টে সন্দেহ ভাজন ভাব‍ে আটক করা হয়। পরে জিঙ্গাসা করা পর নিশ্চিত হয় এরা আরকান আর্মি তথা এএ সদস‍্য। এরা বর্তমানে আরকানের বা মায়ানমারের সরকার বিরোধী পন্থী ও বিচ্ছিন্নতাবাদী বলে জানা যায়। পরে তাদের কে বান্দরবান সদর থানায় পুলিশের হাতে সোর্পণ করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, তারা আরকানের সীমান্ত বর্তী এলাকা থেকে অনুপ্রবেশ করে কক্সবাজারের এসে আবার সেখান থেকে তারা বান্দরবানের অনুপ্রবেশ করেছে,তাই তাদেরকে অনুপ্রবেশে মামলার করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated