শাটল ট্রেন ও মালবাহী ট্রেন সংঘর্ষে পুলিশসহ আহত ৪

Share the post

চট্টগ্রাম(ফারদিন রাফি) :

চট্টগ্রামের ষোলশহরে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ, মালবাহী ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (৪ঠা মার্চ) সকাল ১০টা ২০ এর দিকে ষোলশহর রেলস্টেশনের ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন: পুলিশ সদস্য মোহাম্মদ মিজান ও তরিকুল এবং চালক আবুল্লাহ আল বাকি। অপরজনের নামি এখনও জানা যায়নি। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতরা সবাই আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের দিকে আসছিলো। অপরদিকে, ষোলশহর স্টেশনে মালবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করছিলো। এসময়, সিগন্যাল না পেয়ে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated