আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র দাখিল

Share the post
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মনোনয়নপত্র দাখিল করতে চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও নারী-পুরুষসহ হাজার হাজার কর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা, গড্ডিমারী, সানিয়াজান, সিংঙ্গীমারী , সিন্দুর্না, টংভাঙ্গা, নওদাবাস, ভেলাগুড়ী, গোতামারী, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬ ডিসেম্বর। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার। এদিনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মোটরসাইকেলে শোভাযাত্রা, নেচে-গেয়ে, হাজার হাজার লোক নিয়ে মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে সমাবেত করে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। এতে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে জানান অনেক প্রার্থী। নির্বাচন আচরণবিধিতে উল্লেখ করা আছে মনোনয়নপত্র দাখিল করতে প্রার্থীসহ পাঁচজনের বেশি আসা নিষিদ্ধ কিন্তু সেই নির্দেশনা মানছেন না প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। এতে আইনশৃঙ্খলা অবনতি আশঙ্কা করা হচ্ছে।
চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রাজ্জাক মিয়া বলেন, প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে হাজারো লোক নিয়ে এসে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। নির্বাচন অফিসে শত শত কর্মী সমর্থকরা ভিড় করছে। এছাড়াও মোটরসাইকেল শোভাযাত্রার কারনে রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, প্রার্থীদের সমর্থকরা আসবে এটা স্বাভাবিক তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত আছে। তবে বিষয়টি দুখজনক ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড প্রকল্পের পরিচিতি সভা

Share the post

Share the postআবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ধোবাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা। স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার […]

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক, সীমান্তে বিজিবির অভিযান জোরদার

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলফোনসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে পূর্ব নন্দনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রইহান (২৩) ও […]