মোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে
মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে।
গত ১৮/০৯/২৫ তারিখে মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ (বেড নং ১১) চিকিৎসাধীন আছে।
তার চিকিৎসার জন্য আরো প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র দিনমজুর বাবা কোথায় পাবেন এত টাকা। তাইতো এখন হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে শিমুল। হতদরিদ্র আমজাদ সিকদার বলেন, “ছেলের চিকিৎসায় এ পর্ষন্ত ধার দেনা করে অনেক টাকা খরচ হয়েছে। ডাক্তাররা বলেছে এখনো আরো প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। দ্রুত এ টাকা জোগাড় করতে না পারলে ছেলেটি বিনা চিকিৎসায় পঙ্গুত্ববরন করতে পারে। তিনি আরো বলেন, তার ছেলের করুন অবস্থার কথা শুনে গ্রামবাসীদের অনেকেই এগিয়ে এসে গ্রাম থেকে কিছু সাহাষ্য তুলে দিয়েছেন। কিন্তু ওই বিপুল পরিমান টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা”।
শিমুলের চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনসুর আহমেদ জানান, আমার ভাই একজন দিনমজুর, যার সীমিত আয়ে পরিবারের দৈনন্দিন চাহিদা পুরণই কষ্টকর। এমন অবস্হায় মানবিক দৃষ্টিকোন থেকে আমার ভাইপোর চিকিৎসার জন্য আর্থিক সহয়তা দেওয়ার জন্য বিওবানদের আহবান জানাই’।
আর্থিক সাহায্যের জন্য যোগাযোগ করতে –
মুনসুর আহমেদ(চাচা)
মোবাইলঃ০১৭২৯-৬১৫৫৬৬
ব্যাংক একাউন্ট নাম্বার
Islami bank Bangladesh
New maeket Branch
Munsur Ahmed
2050-1296700166510

