আইনমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষ, আহত ১০

Share the post

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর উপস্থিতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শুক্রবার দুপুর ১২টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আইনমন্ত্রী নিরাপদে আছেন।

পুলিশ জানায়, আইনমন্ত্রীর উপস্থিতিতে স্মাট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম.এ আজিজ গ্রুপের সমর্থকদরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশি নিরাপত্তায় আইনমন্ত্রী আনিসুল হক ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated