অসহায় দু্স্হ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু।

Share the post

চট্টগ্রাম সংবাদ: পবিত্র মাহে রমজান করোনা মহাসংকটে শেখ ফজলুল হক মণি যুব স্কোয়ার্ড এর উদ্যেগে চট্রগ্রাম মহানগর যুবলীগ সদস্য যুবসংগঠক সনত বড়ুয়া’র ব্যবস্হাপনায় বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৪ টায় নগরীর হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ মাঝার প্রাঙ্গণে অসহায় দু্স্হ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু।May be an image of 8 people, including Sanat Barua, people standing and indoor

এসময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, পবিত্র মাহে রমজানে করোনা মহামরী মোকাবেলায় দেশব্যাপী লকডাউন চালাকালে গরীব অসহায়, ছিন্নমূলরা পড়ে চরম বেকায়দায়। তখন অনাহারে-অর্ধহারে দিন পার করতে হয়েছে তাদের। তাই প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও ৫০০ মানুষের রান্না করা খাবার বিতরন হয়েছে। এই কর্মসূচী দেশের পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।May be an image of 2 people, people sitting, people standing, footwear and outdoors

এসময় আরো উপস্হিত ছিলেন মহানগর নরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতি, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী স্বামীম, সাবেক ছাত্রনেতা আবু নাসের চৌধুরী আজাদ, আরিফুল ইসলাম মাসুম, এডভোকেট সৈয়দ রবি, সাইফুল করীম, মোঃ সাজ্জাদ আলী, মোঃ রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মোঃ সাহেদ, পূজন লোধ, মোঃ সুমন, মোঃ ওয়াহিম, মোঃ আবিদ, মোঃ কবির, মোঃ নুরুল ইসলাম, মোঃ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা কায়ছার আহমেদ রাজু, ইমরান আহমেদ শাওন, অভিষেক নাথ, প্রান্ত, দূর্জয়, তামিম, আতিক, শুভ, তমাল, ইভান, সিফাতMay be an image of 13 people, including Sanat Barua and people standing

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated