অফলাইনে সম্ভব না হলে ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষার প্রস্তাব

Share the post

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে অফলাইনে পরীক্ষা নেয়া সম্ভব হবে না। তাই বিকল্প পরিকল্পনা করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদি অফলাইনে সম্ভব না হয় তাহলে ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে। ডিনস কমিটির সভায় বুধবার এমন প্রস্তাব নেয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কাল নেয়া হতে পারে।

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম৷ এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

বুধবার বিকেলে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ সেখানেই পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেয়ার প্রস্তাব গৃহীত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated