অনৈতিক কাজে জড়িত ছাত্রলীগ নেতাকে জরিমানা, কারাদণ্ড

Share the post

চট্টগ্রামের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসা থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ তরুণীসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদসহ ১০ জনকে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ আদেশ দিয়েছেন। চট্টগ্রামের পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদ।

তাদের পাঁচলাইশ থানার ননজিআর মামলায় (নম্বর- ৭৬/২১) গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আসামিরা আদালতে দোষ স্বীকার করেন। আদালত তাদের (আসামি) প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন।

এর আগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আরটিভি নিউজকে বলেছিলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated